১০ বছর ধরে গুম হওয়া ফেনীর মাহবুবুর রহমান রিপন এর খোঁজ চাই
Suspect: তৎকালীন র্যাব (বাহিনীর পোশাক পরিহিত ছিল)
Location: পাঠান বাড়ি রোড, ফেনী শহর, ফেনী সদর
২০১৪ সালের ২১ মার্চ রাত আনুমানিক ৩ টার সময় র্যাব এর একটি দল (বাহিনীর পোশাক পরিহিত) মাহবুবুর রহমান রিপন (পিতা: ওহিদ মিয়া) কে ফেনী শহরের পাঠান বাড়ি রোড এর বাসা থেকে তুলে নিয়ে যায়| পরবর্তীতে তার পরিবার ফেনী সদর থানায় একটি জিডি করে তার তুলে নেয়ার ব্যাপারে|
এই ১০ বছরের ও বেশি সময়ের মধ্যে তার পরিবার তা