আসসালামুআলাইকুম। আমি একটা ফেসবুক গ্রুপে আছি। এটায় বিভিন্ন ধরনের প্রলোভোন দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতানো হয়। এরপর ব্লক করে দেয়া হয় টাকা নিয়ে। আমার ২,০০০ টাকা নিয়ে গেছে। আর ওরা এমন ভাবে মানুষ কে কনভিন্স করে যেন সব সত্য আর মানুষ ও আর্নিং এর আশায় ওদের ফাদে পা দেয়🙂 ওরা কয়েকদিন পর পর গ্রুপের নাম এবং